Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
নদী ও নৌকার প্রাকৃতিক নৈসগিক দৃশ্য
বিস্তারিত

নদী ও নৌকার প্রাকৃতিক নৈসগিক অপরুপ মায়াময়  দৃশ্য। যা সহজেই মানুয়ের মন কেড়ে নেয় । নদী ও নৌকা যেন একই সুতায় গাথা দুই ভাই । নদী পথে চলাচলের জন্য একমাত্র বাহন হচ্ছে ডিঙ্গি নৌকা বা ট্রলার। তাই কবির ভায়ায় বলতে হয়, আমার যেতে ইচ্ছে করে নদীটির ঐ পাড়ে । যেথায় আছে ডিঙ্গি নৌকা বাধা সারে সারে । নদীর এপাড় ভাঙ্গে ও পাড় গড়ে এইতো নদীর খেলা । এই ভাঙ্গা গড়ার খেলা নিয়েই পদ্মা পাড়ের মানুষের জীবন।  নদী এক দিকে যেমন সবনাশা,  অন্য দিকে মানুষের কম সংস্থানের পথ গড়ে দেয় । জীবন ও জিবীকার টানে জেলে ভাই এই নদীতে  ঝড়- বৃষ্টি, রোদ উপেক্ষা করে মাছ ধরে সংসার চালায় । মাঝি ভাই ঝড়- বৃষ্টি, রোদ উপেক্ষা করে নদীর বুকে নৌকা চালিয়ে সংসার চালায় ।  ও নদী রে একটি কথা সুধাই শুধু তোমারে, বল কোথায় তোমার দেশ ?  তোমার নেই কি চলার শেষ ?  ও নদী রে  ।