ঐতিহ্যবাহী আজিমনগর ই্উনিয়ন পরিষদ, উপজেলা: হরিরামপুর, জেলা: মানিকগঞ্জ। ইহার উত্তরে সুতালড়ী ইউনিয়ন আংশিক এবং পদ্মানদী, পশ্চিমে ফরিদপুর জেলা, পূর্বে পদ্মানদী ও ঢাকা জেলা। এখানকার বেশীর ভাগ লোকই গ্রামে বাস করে এবং ৮০% লোকই দারিদ্রসীমার নীচে বাস করে। পদ্মার ভাঙ্গনের ফলে অত্র ইউনিয়নটি একসময় বিলীন হয়ে গিয়েছিল। বর্তমানে পদ্মার বুক চিরে জেগে উঠা চর নতুন করে আশার আলো জ্বালিয়েছে। নতুন করে গড়ে উঠেছে বসতী, স্থাপনাসহ স্কুল মাদ্রাসা।
ক) নাম – ১৩নং আজিমনগর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৪২৪৪ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা –৮৫৪৯ জন (প্রায়) (২০২২ সালের জন শুমারি ও গৃহগননা অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা –২6 টি।
ঙ) মৌজার সংখ্যা – ৩৬ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –নৌকা অথবা ট্রলার।
জ) শিক্ষার হার – ৭৫%। (২০২২এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৩টি,
উচ্চ বিদ্যালয়ঃ ১টি,
মাদ্রাসা- ২টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ বিল্লাল হোসেন
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান –শিকারপুর হর্টি কালচার
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ২৬/০২/২০২২ইং
২) প্রথম সভার তারিখ – ২৮/০২/২০২২ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০২/২০২৭ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
বাগডাংগি, বসন্তপুর, বসন্তপুর আদর্শ গ্রাম, এনায়েতপুর, রঘুনাথপুর, আজিমনগর পশ্চিম চর, জালালদি, শিকারপুর, ইব্রাহিমপুর পশ্চিমপাড়া, নছরতপুর, হাতিঘাটা আশ্রয়ন পশ্চিমপাড়া, হাতিঘাটা আশ্রয়ন উত্তর পাড়া, হাতিঘাট, হাতিঘাটা দক্ষিণপাড়া, সোয়াখাড়া, হাতিঘাটা আশ্রয়ন পূর্ব পাড়া, সৈয়নগর, ইব্রাহিমপুর পূর্ব পাড়া, পশ্চিম আজিমনগর।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
৪) ডিজিটাল সেন্টার উদ্যোক্তা- ০২ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস