মাসিক সভাসমূহ
আজিম নগর ইউনিয়নের সভাসমূহের কায্যক্রম ।
ক্র:নং |
নাম |
পরিচিতি |
০১ |
মো: বিল্লাল হোসেন
|
ইউপি চেয়ারম্যান |
০২ |
মো:আলমগীর |
ইউপি সদস্য |
০৩ |
”তারাব আলী |
” ” |
০৪ |
” জাহাঙ্গীর শিকদার |
” ” |
০৫ |
” মান্নান জোমাদ্দার |
” ” |
০৬ |
”এনায়েত ফকির |
” ” |
০৭ |
” হায়দার আলী তালুদার |
” ” |
০৮ |
” মুন্নাফ মিয়া |
” ” |
০৯ |
” রাসেল মৃধা |
” ” |
১০ |
” শেখ হালিম |
” ” |
১১ |
আসমা খাতুন |
” ” |
১২ |
” আমেনা বেগম |
” ” |
১৩ |
” রোকেয়া বেগম |
” ” |
অদ্য ০৩/০৬/২০২৩ ইং তারিখ সকাল ১০ ঘটিকার সময় অত্র আজিমনগর ইউনিয়ন পরিষদ কায্যালয়ের সভাকক্ষে এক সাধারন সভা অনুষ্ঠিত হয় ।উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ বিল্লাল হোসেন সাহেব তিনি উপস্থিত সকল সদস্য/সদস্যাগণ কে স্বাগত শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করেন এবং তিনি তাহার ভাষনে বলেন যে, ২০২৩/২৪ অথ বৎসরের বিশেষ বরাদ্দ ১% এডিবির আওতায় অত্র ইউনিয়নের জন্য বরাদ্দ ১,০০০০০/=(এক লক্ষ)টাকা বরাদ্দ পাওয়া গিয়েছে । উক্ত টাকার প্রকল্প ও তাহার কমিটি গঠন করিয়া উহা অনুমোদন করানোর জন্য উপজেলা প্রকৌশলী অফিসারের কাযালয়ে দাখিল করার প্রয়োজন বলিলে অত্র ইউপি সদস্য শেখ সাহেব আলী বলেন যে, উক্ত বরাদ্দকৃত টাকা দ্বারা আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের চারপাশের ও বিদ্যালয়ের ভিতরে বাইরে এবং হাতিঘাটা আশ্রায়ণ প্রকল্পে বৃক্ষ রোপন করিলে ভাল হয়,বলিলে বিষয়টি সব সম্মতিক্রমে গৃহিত হয়।
সভায় আলোচনায় আজিমনগর ইউনিয়ন ও ইউনিয়ন পরিষদ কে কিভাবে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা করা যায় তা নিয়ে আলোচনা করা হয় । চেয়ারম্যান সাহেব বললেন যে, ইউনিয়ন পরিষদ, আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, নবনিমিত হাসপাতাল, প্রাইমারী স্কুল ও বাজার নদীর প্রায় নিকটবতী । এই অমূল্য সম্পদ গুলোকে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার বিশেষ প্রয়োজন । সরকারের সহয়োগিতায় নদীর সাইডে পাথর ফালানো হলে আজিমনগর ইউনিয়নের জনগণ ও এই অমূল্য সম্পদ গুলো রক্ষা পাবে । এতে আজিমনগর ইউনিয়নের হাজারো জনগন শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান থেকে বঞ্চিত হবে না । পদ্মার বুকে জেগে উঠা এই আজিমনগর ইউনিয়ন চড় কে রক্ষা করার জন্য সরকারের সহয়োগিতার বিশেষ প্রয়োজন ।
সভায় অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষনা করেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস