Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
বিস্তারিত

আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়টি ২০০৫ ইং সালে প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠাতা  সভাপতি  আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান  জনাব  আব্দুল হান্নান মৃধা । যাহার অনুপ্রেরণায়,উৎসাহে, অথায়নে ২০০৫ ইং সাল হতে ২০১৪ ইং সাল  আজ ‍ও চলিতেছে । আজিমনগর ইউনিয়ন পদ্মা নদীর বুকে জেগে উঠা চড় । সেই চরাঞ্চলের মানুষ শিক্ষার আলো দেখে নি । অন্ধকারে ডুবে ছিল তাদের সন্তানদের ভব্যিষৎ। কিন্তু আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান  জনাব  আব্দুল হান্নান মৃধা  সেই অন্ধকার থেকে শিক্ষার আলোর মুখ দেখিয়েছেন চরাঞ্চলের মানুষের । স্কুলটি ২০০৫ ইং সাল প্রতিষ্ঠিত থেকে  তিনি প্রতি মাসে- মাসে শিক্ষকদের বেতন, স্কুলের খেলা- ধুলার জন্য যাবতীয় খরচ দিচ্ছেন নিজস্ব তহবিল থেকে। এবং স্কুলটি এমপিও ভুক্ত করার জন্য তিনি অনেক পরিশ্রম করেছেন ও আথিক সাহায্য করেছেন । তিনি স্কুলের উন্নয়নের জন্য স্কুলের ফান্ডে দুই লক্ষ টাকা জমা দিয়েছেন ।  আজিমনগর ইউনিয়নের জনগন কোন দিনই তার অবদানের কথা ভুলতে পারবে না । শুধু শিক্ষাই  নয়,সমাজের অনেক উন্নয়ন মুলক কাজ তিনি করেছেন । মানুষের সেবা করাই তাহার ব্রত । তিনি লোভ লালসা হীন, ন্যায় নীতিবান আদশ মানুষ । যাকে এক কথায় বলা হয় - সাদা মনের মানুষ ।