Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আজিমনগর ইউনিয়নের ইতিহাস

ঐতিহ্যবাহী আজিমনগর ই্উনিয়ন পরিষদ, উপজেলা: হরিরামপুর, জেলা: মানিকগঞ্জ। ইহার উত্তরে সুতালড়ী ইউনিয়ন আংশিক এবং পদ্মানদী, পশ্চিমে ফরিদপুর জেলা, পূর্বে পদ্মানদী ও ঢাকা জেলা। এখানকার বেশীর ভাগ লোকই গ্রামে বাস করে এবং ৮০% লোকই দারিদ্রসীমার নীচে বাস করে। পদ্মার ভাঙ্গনের ফলে অত্র ইউনিয়নটি একসময় বিলীন হয়ে গিয়েছিল। বর্তমানে পদ্মার বুক চিরে জেগে উঠা চর নতুন করে আশার আলো জ্বালিয়েছে। নতুন করে গড়ে উঠেছে বসতী, হাট বাজার,স্থাপনাসহ স্কুল মাদ্রাসা।ঐতিহ্যবাহী আজিমনগর ইউনিয়নে এখানে অনেক জ্ঞানী গুণীর জন্ম। তবে পদ্মা নদীর ভাঙ্গনের ফলে এখন কেউ আর আজিমনগর চরে থাকেন না  । অনেক জ্ঞানী গুণীরাই ঢাকার শহরে বসবাস করিতেছেন । মাঝে -মাঝে জন্মভুমি কে দেখতে আসেন এবং দরিদ্র শ্রেণীর লোক গুলো কে সামথ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করেন । আজিমনগর ইউনিয়নের বতমান চেয়ারম্যান জনাব আ: হান্নান মৃধা যার কৃত্বিত্বের কথা আজিমনগর ইউনিয়নের জনগণ কোন দিনই ভুলতে পারবে না । তিনি একজন সৎ আদশবান ন্যায়নীতিবান চেয়ারম্যান । যিনি দুহাত ভরে জনগণের কল্যাণের জন্য দান করেন যার কোন লোভ লালসা নেই ।তিনি গরীব দু:খী মানুষের স্বজন । আজিমনগর ইউনিয়নের  কৃতি সন্তান জনাব হারুনার রশিদ খান মুন্নু (সাবেক জাতীয় সংসদ সদস্য) ও আজিমনগর ইউনিয়নের বতমান চেয়ারম্যান জনাব আ: হান্নান মৃধার ভালবাসার ছোয়ায় আজ আজিমনগর ইউনিয়নের ছেলে মেয়েরা শিক্ষার আলোর মুখ দেখছে । প্রাইমারী স্কুল, হাইস্কুল, হাসপাতাল ,মাদ্রাসা হয়েছে তাদের দুজনের অনুপ্রেরণায় । আর একটি কথা না বললেই নয়, আজিমনগর ইউনিয়ন হাই স্কুলের শিক্ষকদের প্রতি মাসিক বেতন দিচ্ছে আজিমনগর ইউনিয়নের বতমান চেয়ারম্যান জনাব আ: হান্নান মৃধার নিজস্ব তহবিল থেকে। যার কথা না বললেই নয় মানুষের কল্যাণের জন্য, চিকিৎসার জন্য, ছেলেমেয়েদের শিক্ষার জন্য অফুরন্ত ভাবে অথ দান করেন । আরো একজন আজিমনগর ইউনিয়নের কৃতি সন্তান ডা: লুৎফর রহমান (কমফোট হাসাপাতাল হৃদ রোগ বিশেষজ্ঞ)।তিনি গ্রামের মানুষ চিকিৎসা সেবার জন্য তার হাসপাতালে গেলে বিনা পয়সায় চিকিৎসা করে দেন ।

ক) নাম – ১৩নং আজিমনগর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ৪২৪৪ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা –৮৫৪৯ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা –  টি।

ঙ) মৌজার সংখ্যা –  টি।

চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –নৌকা অথবা ট্রলার।

জ) শিক্ষার হার – ১০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৪টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০১টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ১টি,

    মাদ্রাসা- ২টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব আবদুল হান্নান মৃধা

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান –শিকারপুর হর্টি কালচার

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

            বাগডাংগি, বসন্তপুর, বসন্তপুর আদর্শ গ্রাম, এনায়েতপুর, রঘুনাথপুর, আজিমনগর পশ্চিম চর, জালালদি, শিকারপুর, ইব্রাহিমপুর পশ্চিমপাড়া, নছরতপুর, হাতিঘাটা আশ্রয়ন পশ্চিমপাড়া, হাতিঘাটা আশ্রয়ন উত্তর পাড়া, হাতিঘাট, হাতিঘাটা দক্ষিণপাড়া, সোয়াখাড়া, হাতিঘাটা আশ্রয়ন পূর্ব পাড়া, সৈয়নগর, ইব্রাহিমপুর পূর্ব পাড়া, পশ্চিম আজিমনগর।